Press ESC to close

  • ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  • ১৪ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ১৩ই রমজান, ১৪৪৬ হিজরি
  • রাত ১১:৩৮ | শুক্রবার | বসন্তকাল
PeopleEyes24.comPeopleEyes24.com

বগুড়া স্পেশালাইজড হাসপাতাল পালন করলো বিশ্ব কিডনি দিবস

পিপলআইস রিপোর্ট: ‘আপনার কিডনি ঠিক আছে? তাড়াতাড়ি পরীক্ষা করুন, কিডনির স্বাস্থ্য রক্ষা করুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে প্রতিবারের ন্যায় এবারো যথাযথ মর্যাদায় বিশ্ব কিডনি দিবস পালন করেছে বগুড়া স্পেশালাইজড হাসপাতাল। এ বারের প্রতিপাদ্যে কিডনির সুরক্ষার বিষয়টি প্রাধান্য পেয়েছে। বৃহস্পতিবার বগুড়া স্পেশালাইজড হাসপাতালের স্বত্বাধিকারী ডা. এম. এ. বাতেন এর সার্বিক সহযোগিতায় সকালে এক বর্ণাঢ্য র‍্যালির আয়োজন করা হয়। কিডনি রোগ প্রতিরোধে সচেতনতা তৈরি করতে হবে। নিরাপদ খাদ্য গ্রহণ, পরিমানমত পানি পান করতে হবে। কিডনি রোগের লক্ষণ দেখা মাত্র বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট পরামর্শ নিতে হবে। বর্তমানে বিশ্বের প্রায় ৮৫ কোটি মানুষ দীর্ঘস্থায়ী কিডনি রোগে আক্রান্ত। বাংলাদেশে প্রায় ৩ কোটি ৮০ লাখ মানুষ কিডনি রোগে আক্রান্ত। দারিদ্র্য, অসচেতনতা, চিকিৎসা সেবার অপ্রতুলতা এবং অস্বাস্থ্যকর জীবনযাপন এই সমস্যাকে আরও বাড়িয়ে তুলছে। অনিয়ন্ত্রিত ডায়াবেটিস, উচ্চরক্তচাপ, স্থুলতা, নেফ্রাইটিস, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, ধূমপান, ব্যথানাশক ওষুধের অতিরিক্ত ব্যবহার, জন্মগত ও বংশগত কিডনি রোগ, মূত্রতন্ত্রের প্রদাহ ও পাথুরে রোগী কিডনি রোগের কারণ। বগুড়া স্পেশালাইজড হাসপাতাল কিডনি চিকিৎসায় বিশেষ গুরুত্ব দেয়ার পাশাপাশি স্বল্প খরচে চিকিৎসা প্রদানের ক্ষেত্রে যথেষ্ট ভুমিকা রাখছে এমন কথা জানান বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক (ইউরোলজী) ডা. এম.এ বাতেন। তিনি আরও বলেন, কিডনি রোগের ব্যাপকতা, ভয়াবহতা, পরিণতি ও কারণ সম্পর্কে সচেতন হলে, স্বাস্থ্যসম্মত জীবনযাপন করলে শতকরা ৬০-৭০ ভাগ ক্ষেত্রে কিডনি বিকল প্রতিরোধ করা সম্ভব। এ সময় উপস্থিত ছিলেন বগুড়া স্পেশালাইজড হাসপাতালের ডা: মো: কাওছার মাহমুদ (সিহাব), ডা: আরিফুর রহমান, ম্যানেজার সাজু মিয়া, সহকারি ম্যানেজার মঈনুল ইসলাম মার্কেটিং ম্যানেজার সজিবুর রহমান শেখ সহ প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *