
পিপলআইস রিপোর্ট: পবিত্র রমজান আত্মশুদ্ধি, সংযম ও দানের মাস। এই মাসে সারা বিশ্বের মুসলমানরা রোজা রেখে সংযম পালন করেন এবং অসহায় ও দুঃস্থদের পাশে দাঁড়ানোর চেষ্টা করেন। গতকাল বৃহস্পতিবার বগুড়া রেল স্টেশন চত্বরে রোজাদার, অসহায়, ছিন্নমূল, দরিদ্র পথচারীদের মাঝে ইফতার বিতরণ করে আকবরিয়া লিমিটেডের পক্ষে পরিচালক আদনান ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন আকবরিয়া প্রতিষ্ঠানের কর্মকর্তা নাঈমুর রহমান, সাদ্দাম হোসেন, দিপক কুন্ডু, শামীম হোসেন, সাগর শেখ সহ প্রমুখ। এক রিকশা চালক জানান, আমরা গরীব মানুষ। চলতি পথে আমাদেরকে ইফতার দিয়েছে। আরেক পথচারী বলেন, ইফতার গ্রহণকারীদের মধ্যে অনেকেই ছিলেন দিনমজুর, রিকশাচালক, ভিক্ষুক ও পথশিশু। তারা এ উদ্যোগের প্রশংসা করে বলেন, রমজান মাসে আমাদের মতো গরিবদের জন্য এ ধরনের সহায়তা অনেক বড় পাওয়া। প্রতিদিন ইফতারের ব্যবস্থা করা কষ্টসাধ্য হয়ে যায়, তাই আকবরিয়ার এই উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। আকবরিয়া লিমিটেডের চেয়ারম্যান হাসান আলী আলাল জানান, “রমজান আত্মশুদ্ধির মাস, আর এই মাসে সবার উচিৎ দুস্থ ও অসহায়দের পাশে দাঁড়ানো। আকবরিয়া সবসময় সামাজিক দায়বদ্ধতা থেকে মানুষের জন্য কাজ করে আসছে, ভবিষ্যতেও আমরা এই ধারা অব্যাহত রাখব।” আমরা চাই এই রমজানে ইফতারের সময় অন্য সকলের মতো ছিন্নমূল পথচারীরাও ভালোভাবে ইফতার করুক। আকবরিয়ার এই মহতী উদ্যোগ সমাজের অন্যান্য প্রতিষ্ঠান ও বিত্তবানদের জন্য অনুপ্রেরণা হতে পারে। রমজানের শিক্ষাই হলো মানবতার সেবা করা, আর আকবরিয়া তা বাস্তবে রূপ দিচ্ছে। আমরা শুধু রমজান মাসেই নয়, সারাবছরই অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করি। ভবিষ্যতেও আমাদের এ কার্যক্রম চলবে এবং আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করব।” ব্যবস্থাপনা পরিচালক হাসান আলী দুলাল জানান, রমজান হলো সহমর্মিতা ও সংযমের মাস। সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানোর লক্ষ্যেই এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আমাদের লক্ষ্য শুধু ব্যবসা নয়, সমাজের জন্যও কিছু করা। ইফতার বিতরণের মাধ্যমে আমরা অসহায় মানুষদের মুখে হাসি ফোটাতে পেরেছি, এটাই আমাদের সবচেয়ে বড় প্রাপ্তি।
Leave a Reply