
পিপলআইস রিপোর্ট: আন্তর্জাতিক নারী দিবস ২০২৫ উপলক্ষে বগুড়া ইয়াং মেনস্ খ্রীষ্টিয়ান এসোসিয়েশন (ওয়াইএমসিএ) এর উদ্যোগে মানববন্ধন, র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। এ বছর নারী দিবসের প্রতিপাদ্য ছিল “অধিকার, সমতা, ক্ষমতায়ন: নারী ও কন্যার উন্নয়ন”, যা মূলত নারীর অগ্রগতি ও সমানাধিকারের গুরুত্ব তুলে ধরে। সংস্থার সভাপতি মিস অর্পনা প্রামানিকের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ম্যাগডোলিন ফ্রান্সিস্কা বেসরা। তিনি বলেন, নারীর উন্নয়ন ছাড়া সমাজের প্রকৃত উন্নয়ন সম্ভব নয়। শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থানসহ সকল ক্ষেত্রে নারীর সমান সুযোগ নিশ্চিত করতে হবে। ‘অধিকার, সমতা, ক্ষমতায়ন’ শুধু একটি প্রতিপাদ্য নয়, এটি আমাদের প্রতিদিনের দায়িত্ব হওয়া উচিত। নারীর ক্ষমতায়ন মানে একটি শক্তিশালী ও সমৃদ্ধ সমাজ গঠন করা। শুভেচ্ছা বক্তব্য রাখেন সংস্থার সাধারণ সম্পাদক ও প্রধান নির্বাহী রবার্ট রবিন মারান্ডী, সহ-সভাপতি মিসেস রুমা প্রামানিক, কার্যনির্বাহী সদস্য মি: সৌরভ বিশ্বাস, রেজিনা মারান্ডী সহ প্রমুখ। প্রারম্ভিক প্রার্থনা করেন বগুড়া খ্রীষ্টিয় মন্ডলীর পালক পাস্টার গিলবার্ট মৃধা ও সমাপনী প্রার্থনা করেন ডা: জেমস সুদীপ্ত দেওয়ারী। উপাধ্যক্ষ মাইকেল আশের বেসরার উপস্থাপনায় আন্তর্জাতিক নারী দিবসের অনুভূতি ব্যক্ত করে বক্তব্য রাখেন সংস্থার সদস্য শ্রাবণী ঝর্ণা বৈদ্য। এ দিবস উপলক্ষে সংস্থার সদস্যদের মধ্যে শুভেচ্ছা উপহার প্রদান করা হয়।
Leave a Reply