
পিপলআইস রিপোর্ট: মায়ের ভাষার জন্য রক্ত ও প্রাণদানের ইতিহাস জ্বলজ্বল করছে। বিশ্বের বুকে এ অনন্য ইতিহাস রচনা করেছে বাংলাদেশ। পলাশ-শিমুল ফোটার দিনে তাইতো আজ গেয়ে উঠছে আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি, আমি কি ভুলিতে পারি। শুক্রবার মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। গৌরবোজ্জ্বল ভাষা আন্দোলনের ৭৩ বছর পূর্ণ হল।
একুশের প্রথম প্রহরে বগুড়ার নবনির্মিত কেন্দ্রীয় শহীদ মিনারে ঢল নেমেছিল বিভিন্ন স্তরের মানুষের। শহীদ খোকন পৌর শিশু উদ্যানে রাত বারোটা এক মিনিটে জেলা প্রশাসক হোসনা আফরোজা ফুল দিয়ে সর্বপ্রথম শ্রদ্ধা জানান নতুন নির্মিত শহীদ মিনারে। শহীদ মিনার কেন্দ্রীয় শহীদ মিনারের আদলে হওয়ায় উচ্ছ্বসিত বগুড়াবাসী।
শুক্রবার সকালে এডাব বগুড়া জেলা শাখার সদস্যরা শহীদ খোকন পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। এসময় উপস্থিত ছিলেন এডাব বগুড়া ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থার জিয়াউর রহমান, জাহেদুর রহমান জাহিদ, মেহেরুন নেছা মেরী, রোমমানা খাতুন, তাহমিনা পারভীন শ্যামলী, ফারুক হোসেন, এম ফজলুল হক বাবলু, রকিবুল হক খান, নিলুফা ইয়াসমিন, শংকর কর্মকার, আজাহার আলীসহ প্রমুখ।
Leave a Reply