Press ESC to close

  • ১লা চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
  • ১৫ই মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ
  • ১৪ই রমজান, ১৪৪৬ হিজরি
  • রাত ৪:১১ | শনিবার | বসন্তকাল
PeopleEyes24.comPeopleEyes24.com

বগুড়ায় পেসডের উদ্যোগে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও শীতবস্ত্র বিতরণ

পিপলআইস রিপোর্ট: মানবিকতার শীতল স্পর্শ ছড়িয়ে দিতে প্রোগ্রাম ফর ইকো স্যোসাল ডেভেলপমেন্ট (পেসড)-এর উদ্যোগে মঙ্গলবার বগুড়া শহরের কাটনারপাড়াস্থ সংস্থা কার্যালয়ে প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার ও শীতবস্ত্র বিতরণ করা হয়। সংস্থার সভাপতি আল রাজিনা হাবিব রুশনির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন  বগুড়া শহর সমাজসেবা কর্মকর্তা নুরুল ইসলাম। তিনি বলেন, প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সমাজ বিনির্মানে তাদেরকে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসতে সকলের সহযোগীতা প্রয়োজন। প্রতিবন্ধীদের সহায়তা করা মানবিক দায়িত্ব। পেসডের এই উদ্যোগ প্রশংসার যোগ্য। তিনি আরো বলেন, এই ধরনের উদ্যোগ সমাজের জন্য অত্যন্ত প্রয়োজনীয় এবং উৎসাহব্যঞ্জক। শুধু সাহায্য নয়, মানবতার প্রতি দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে। সেই সাথে শীতার্তদের দুঃখ দূর করেছে, তেমনই প্রতিবন্ধীদের জীবনে এনে দিয়েছে নতুন আলোর ঝলকানি। 

সংস্থার সভাপতি বলেন, আমরা বিশ্বাস করি, প্রতিবন্ধীরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। অসহায় দুঃস্থ মানুষের মাঝে আমরা সবসময় সেবা প্রদানের চেষ্টা করি। তারই ধারাবাহিকতায় আজকের এই হুইলচেয়ার ও শীতবস্ত্র বিতরণ। ভবিষ্যতেও আমরা এ ধরনের মানবিক উদ্যোগ অব্যাহত রাখব। 

হুইলচেয়ার পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন আলেয়া, আব্দুল মতিন, অর্নব, শাহজালাল। তারা তাদের অনুভূতি ব্যক্ত করতে গিয়ে  বলেন, আমরা কখনো ভাবিনি আমাদের চলাফেরা সহজ হয়ে উঠবে। আজ এই হুইলচেয়ার পেয়ে আমরা যেন নতুন করে বাঁচার স্বপ্ন দেখছি। আল্লাহ পেসডকে মঙ্গল করুন। আমরা অনেক বছর ধরে শারীরিক অসুবিধার কারণে বিছানায় বন্দি। এই হুইলচেয়ার আমাদের জন্য আশীর্বাদ। এখন আমরা নিজের মতো করে চলাফেরা করতে পারব। এখন আমরা এই হুইলচেয়ারে বসে আবার পরিবারের সঙ্গে উঠাবসা করতে পারব। 

পেসড এর নির্বাহী পরিচালক রোমমানা খাতুন রুমা স্বাগত বক্তব্য রাখেন। সংস্থার সমন্বয়কারী রবিউল ইসলাম নিরবের উপস্থাপনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রতিবন্ধি সেবা ও কল্যাণ কেন্দ্রের কর্মকর্তা মর্জিনা বেগম, লাইট হাউজের উপপরিচালক ফারুক হোসেন, উষার নির্বাহী পরিচালক এম ফজলুল হক বাবলু, সংস্থার সহসভাপতি বেদেনা বেগম রেবা, কার্যনির্বাহী সদস্য সাংবাদিক আজাহার আলীসহ প্রমুখ। ৪ জন শারীরিক প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার এবং ২৫ জন দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *