
পিপলআইস রিপোর্ট: বগুড়ায় বেকারত্ব মোচনের প্রত্যয়ে ওয়াইএমসিএ পলিটেকনিক ইন্সটিটিউট ধাপে ধাপে এগিয়ে যাচ্ছে। বগুড়া ইয়াং মেনস খ্রিস্টিয়ান অ্যাসোসিয়েশন কর্তৃক পরিচালিত এ প্রতিষ্ঠানটি ২০১০ সালে স্থাপিত হবার পর হতে অদ্যাবধি সুনামের সাথে সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল ও কম্পিউটার টেকনোলজি সমূহের ৪ বছর মেয়াদী ডিপ্লোমা কার্যক্রম চলমান রয়েছে।
প্রতিষ্ঠানের দক্ষ পরিচালনা পর্ষদ, শিক্ষাবিদ ও বুদ্ধিজীবীদের সমন্বয়ে গঠিত করা হয়েছে উপদেষ্টামণ্ডলী পরিষদ। উচ্চ ডিগ্রিধারী ও ট্রেনিং প্রাপ্ত শিক্ষক কর্মকর্তা দ্বারা প্রশাসনিক ব্যবস্থাপনা, অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী, শীতাতাপ নিয়ন্ত্রিত গবেষণাগার, লাইব্রেরী, সু-সজ্জিত ক্লাস রুম, দুর্বল ছাত্র-ছাত্রীদের বিশেষ ব্যবস্থা, ক্লাসের বাইরে রিভিশন ক্লাস নেয়া, গরীব মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তির ব্যবস্থা, দূরের ছাত্র-ছাত্রীদের হোস্টেলের সু-ব্যবস্থাসহ সম্পন্ন রাজনীতি ও ধুমপান মুক্ত পরিবেশে পাঠদান করানো হয়।
নিজস্ব ভবন, নিরিবিলি ও সুসজ্জিত বিজ্ঞান ও প্রযুক্তি শিক্ষা বিস্তারে উল্লেখযোগ্য অবদান রেখেছে প্রতিষ্ঠানটি। তথ্য প্রযুক্তি নির্ভর আধুনিক ও কর্মমুখী শিক্ষা দিয়ে আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, প্রকৌশল বিদ্যায় শিক্ষা, শিক্ষা ও দক্ষতার সার্টিফিকেট অর্জন করে দেশ-বিদেশে চাকরির ব্যবস্থা করাই এ প্রতিষ্ঠানের মূল লক্ষ্য। সাধারণ ও কারিগরি সমন্বিত শিক্ষা ব্যবস্থার মাধ্যমে একজন ছাত্র-ছাত্রীকে আত্মনির্ভরশীল, ব্যক্তিত্বসম্পন্ন ও মানবতাবোধে উদ্দীপ্ত করে তার বৃহত্তর কর্মজীবনে প্রবেশ পথকে উন্মুক্ত করতে সাহায্য করে।
কারিগরি শিক্ষা বিস্তারে তথা বেকারত্ব দূরীকরণ, আত্মকর্মসংস্থান সৃষ্টি ও জীবিকার সংস্থানে গুরুত্বপূর্ণ সম্ভাবনাময় ভূমিকা পালন করতে বদ্ধপরিকর এ প্রতিষ্ঠানটি।
তরুণ সমাজকে পেশা ও প্রযুক্তি নির্ভর শিক্ষা প্রদানের মাধ্যমে আধুনিক বিশ্বের চ্যালেঞ্জ মোকাবেলায় অধিকতর সক্ষম ও যোগ্য করে তোলার মানসে এ প্রতিষ্ঠান বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৪ বছর মেয়াদী শিক্ষা কার্যক্রম পরিচালিত করে আসছে।
প্রতিষ্ঠানের চেয়ারম্যান দিলীপ মারান্ডী জানান, কারিগরি শিক্ষা নিলে বিশ্বজুড়ে কর্ম মিলবে এটি বাস্তবায়নের পাশাপাশি ছাত্ররা নতুনভাবে আশার স্বপ্ন দেখবে এ প্রত্যাশায় প্রতিষ্ঠানটি শুরু করা হয়েছে।
প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রকৌশলী ভিভিয়ান রিওন মারান্ডী জানান, বগুড়া ইয়াং মেনস খ্রিস্টিয়ান অ্যাসোসিয়েশন তথ্য প্রযুক্তির যুগে যে প্রতিষ্ঠানটি স্থাপন করেছে এটি যুগোপযোগী, সময় উপযোগী ও বর্তমান বিশ্বকে গ্লোবাল ভিলেজে পরিণত করার এক অন্যতম অবলম্বন।
Leave a Reply